দেবে গেছে কলমদা নদীর সেতু, দুর্ভোগে লাখো মানুষ

নীলফামারী প্রতিনিধি
দেবে গেছে কলমদা নদীর সেতু, দুর্ভোগে লাখো মানুষ
কলমদার নদী খননের ফলে গত বর্ষায় পানির তোড়ে সেতুর নিচে মাটি সরে গিয়ে মাঝের অংশ দেবে ভেঙে গেছে। ছবি- ভোরের আকাশ

নীলফামারীর ডোমার উপজেলা দিয়ে বয়ে গেছে কলমদার নদী। ১৯৮৫ সালে হরিণচড়া ইউনিয়নের হংসরাজ এলাকায় কলমদা নদীর ওপর সেতু নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস। তবে ছয় মাস আগে বর্ষায় পানির তোড়ে দেবে গেছে সেতুটি। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার দুই ইউনিয়নের লাখো মানুষ।

সেতুটি দেবে যাওয়ায় ভারী যানবাহনসহ মালামাল পরিবহণে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। আর ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত রিকশা ভ্যান, অটোবাইক, সিএনজিসহ বিভিন্ন যান সেতুটি দিয়ে চলাচল করছে। ঘটছে দুর্ঘটনাও।

সেতু এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার সঙ্গে পশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সংযোগ স্থাপনকারী হংসরাজ এলাকায় কলমদার নদীর ওপর নির্মিত ব্রিজটি। কলমদার নদী খননের ফলে গত বর্ষায় পানির তোড়ে সেতুর নিচে মাটি সরে গিয়ে মাঝের অংশ দেবে ভেঙে গেছে।

হরিণচড়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আসলাম রহমান, তালেবুর মিয়া, আমিনা বেগমসহ কয়েকজনের সঙ্গে কথা হয় ভোরের আকাশ প্রতিবেদকের। তারা জানান, প্রায় ছয় মাস আগে ব্রিজটি দেবে গিয়ে ভেঙে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

একই এলাকার আমিনুর রহমান বলেন, ‘সেতুটি ভাঙায় আমাদের যাওয়া-আসার খুব সমস্যা হচ্ছে। হাট-বাজার করার জন্য অনেক দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এতে অনেক সময় অপচয় হচ্ছে। ব্রিজটি হলে এলাকার মানুষের কষ্ট লাঘব হবে।’

এ বিষয়ে ডোমার উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, ‘কলমদার নদীর ওপর নির্মিত সেতু ভেঙে যাওয়ার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জাননো হয়েছে। এখানে আমার কিছু করার নাই। নির্বাহী প্রকৌশলী নতুন সেতুর বরাদ্দ দেন।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কলমদার নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ হতে দরপত্র আহ্বান করা হবে।

মন্তব্য