সিলেট বিভাগে ফের ভয়াবহভাবে বাড়ছে করোনাভাইরাস। গত রোববার দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়ানোর পর গতকাল বুধবার ২৬ শতাংশ পার করল দৈনিক সংক্রমণ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো একজন রোগীর মৃত্যু হয়েছে।সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৩টি নমুনা পরীক্ষায় ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। গত রোববার ১ হাজার ৭২টি নমুনা পরীক্ষা ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। রোববার পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮১ শতাংশে, যা তিন দিনের ব্যবধানে দাঁড়িয়েছে ২৬ দশমিক ২৭ শতাংশে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় জানান, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ২৩৪ জন। মোট করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৭ জনে।
মন্তব্য