চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন- হানিফ (৩০) ও জয়দেব শাহ (৩২)।
রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার রানিহাটী বাজারে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার রানীহাটি বাজারের সামনে ট্রাক ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। আইনানুগ ব্যবস্থা শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মন্তব্য