-->
শিরোনাম

হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড, ছোট ভাইয়ের যাবজ্জীবন

উত্যক্তের প্রতিবাদে হত্যা

নড়াইল প্রতিনিধি
হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড, ছোট ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল সদরে কিশোর রেজাউল মোল্যাকে (১৫) হত্যার দায়ে এক ভাইকে মৃত্যুদণ্ড ও আরেক ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বড় ভাই মো. বাছের আলী মোল্যা (৬০) ও যাবজ্জীবনে দণ্ডিত মো. কামাল মোল্যা (৪৭) যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে। তারা কৃষিকাজ করতেন বলে জানা গেছে।নিহত কিশোর রেজাউল মোল্যা নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, কিশোর রেজাউলের বিধবা ফুফু রোকেয়া বেগমকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বাছের আলী মোল্যা। রেজাউল এ নিয়ে বাছেরকে তাদের বাড়িতে আসতে ও উত্ত্যক্ত করতে নিষেধ করত। ২০১৯ সালের ২৬ জুন রাত ৮টার দিকে বাছের ও কামাল রেজাউলদের বাড়িতে যান। ওই সময় রেজাউলকে পাশের বাড়ির উঠানে নিয়ে দুই ভাই লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আশপাশের লোকজন চিৎকার করলে তারা পালিয়ে যান। পরে রেজাউলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সে মারা যায়। এ ঘটনায় রেজাউলের বাবা মো. বাবুল মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

এদিকে রায় শুনে কান্নায় ভেঙে পড়েন আসামিপক্ষের পরিবারের সদস্যরা। আর সন্তুষ্টি প্রকাশ করেন নিহত রেজাউলের পরিবারের লোকজন। রেজাউলের বড় চাচা দিলু মোল্যা বলেন, ‘রায়ে আমরা খুশি। এ রায় যেন দ্রুত কার্যকর হয়।’

মন্তব্য

Beta version