-->
শিরোনাম

বাগেরহাটে করোনার টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে করোনার টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়
জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের প্রচুর ভিড়।

বাগেরহাটে করোনা প্রতিরোধী ডোজ নিতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে কেন্দ্রগুলোয়। গতকাল রোববার বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের প্রচুর ভিড় দেখা গেছে। শিক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে টিকাদান সংশ্লিষ্টদের।

এদিকে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশে পৌঁছেছে বলে জানা গেছে। বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাট জেলায় ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি (১২ থেকে ১৭ বছর) পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৬৪৪ শিক্ষার্থী টিকা নিয়েছে। অন্যদিকে রোববার বিকাল পর্যন্ত ৪০ হাজার ২৮৯ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে, যা প্রথম ডোজ গ্রহণকারীদের ২৯.৪৮ শতাংশ। এছাড়া বাগেরহাট জেলায় প্রাপ্তবয়স্ক ১০ লাখ ৯৬ হাজার ১১৭ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৬২.৪৯ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৮১৬ জন। বুস্টার ডোজ নিয়েছেন ২০ হাজার ১১২ জন।

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি বলেন, কোভিড-১৯ প্রতিরোধী টিকা দেওয়ার ক্ষেত্রে বাগেরহাট জেলা অনেক এগিয়ে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ করেন তিনি। এদিকে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হিসাবে এ হার ৫০ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২৫। মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ১৯০ জন। রোববার দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য

Beta version