চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নমুনা পরীক্ষায় নতুন করে ৮০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, শনিবার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে নগরের ৫৬১ জন এবং উপজেলার ২৪৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে নগরের ৮৬ হাজার ৮৫ জন এবং উপজেলার ৩১ হাজার ৯২৭ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৮০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
প্রাইভেট হাসপাতালের মধ্যে শেভরন হাসপাতাল ল্যাবে ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১১ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ল্যাব এইডে দুজনের নমুনা পরীক্ষায় একজনের, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা ধরা পড়েছে।
মন্তব্য