-->
শিরোনাম

সাফারি পার্কে মারা গেল আরেকটি জেব্রা

নিজস্ব প্রতিবেদক
সাফারি পার্কে মারা গেল আরেকটি জেব্রা
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেব্রাটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

এ নিয়ে গত চার সপ্তাহের ব্যবধানে ১০টি জেব্রার মৃত্যু হলো। এর আগে গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৯টি জেব্রা মারা যায়।

মো. জাহিদুল কবির বলেন, ‘শনিবার সকালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন।’

এর আগে ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক করেছিল বিশেষজ্ঞ দল। তখন তারা মৃত্যুর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিলেন।

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৩১টি জেব্রা ছিল। ১০টি জেব্রা মৃত্যুর পর এখন পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে। পার্কে এ মুহূর্তে আটটি গর্ভবতী জেব্রা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মারা যাওয়া জেব্রাগুলোর মধ্যে মাদী ৮টি ও ২টি পুরুষ। পার্কে বর্তমানে জেব্রার মধ্যে ৬টি মাদী ও ১৪টি পুরুষ জেব্রা রয়েছে।

মন্তব্য

Beta version