-->

ভাসানচরে আরো ১২৮৭ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি
ভাসানচরে আরো ১২৮৭ রোহিঙ্গা
ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প। ফাইল ছবি

দশম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছলেন আরো ১ হাজার ২৮৭ রোহিঙ্গা।

গতকাল সোমবার দুপুর ১টায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্দ্বীপ’যোগে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছান।

এ নিয়ে ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৪৯ জনে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোয়াজ্জেম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১ হাজার ২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।’

মন্তব্য

Beta version