-->
শিরোনাম

ইউএনও’র বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লা প্রতিনিধি
ইউএনও’র বিরুদ্ধে কৃষকের মামলা
পুড়িয়ে দেওয়া হচ্ছে এক্সকেভটর, ইনসেটে ইউএনও এস এম মঞ্জুরুল হক

কুমিল্লার চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হকের বিরু‌দ্ধে আদালতে মামলা করেছেন এ কে এম সে‌লিম (৩৮) নামে এক কৃষক।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজি‌স্ট্রেট ৫নং আমলী আদাল‌তে মামলাটি করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউ‌দ্দীন ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী সে‌লিম চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দীন বলেন, ‘গত ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রি মহলের ইন্ধনে চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকেভেটর ভাঙচুর করে। পরে সেগুলো কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

‘এ নিয়ে সে‌লিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজি‌স্ট্রেট ৫নং আমলী আদাল‌তে উপস্থিত হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলা‌টি আম‌লে নি‌য়ে পি‌বিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নি‌র্দেশ দেন।’

এ বিষয়ে চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, ‘মামলার বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। কাগজপত্র হাতে পেলে অফিসিয়ালি বক্তব্য দেব।’

গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রি অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক চারটি এক্সকেভেটর জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়। এ সময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

Beta version