-->
শিরোনাম

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৬ শতাধিক যান

মানিকগঞ্জ প্রতিনিধি
পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৬ শতাধিক যান
পাটুরিয়া ঘাটে আটকা পড়ে আছে ৬ শতাধিক যান

সাপ্তাহিক ছুটি সঙ্গে বৈরী আবহাওয়া, এ দুই কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের।

শুক্রবার বেলা ১টার দিকে পাটুরিয়া প্রান্তে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন ঘাট পারের অপেক্ষায় রয়েছে । সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও।

ট্রাক নিয়ে যশোর যাচ্ছেন রুবেল মিয়া। পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছেন তিনি। এই ট্রাক চালক ভোরের আকাশকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে মালমাল নিয়ে ঘাটে এসেছি। এখন শুক্রবার দুপুর হয়ে গেল। ঘাট পারের কোনো খবর নাই। জানি না কখন ঘাট পার হতে পারবো। এমন করেই আমাদের ঘণ্টার পর ঘণ্টা ট্রাক টার্মিনালে অপেক্ষা করতে হয়। এতে করে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

ট্রাক ভর্তি মাল নিয়ে কুষ্টিয়া যাবেন চালক মোহাম্মদ মহসীন মিয়া। তার মুখেও একই সুর। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘাটে এসেছি। এখনো ঘাট পারের টিকেট পাইনি। তবে অতিরিক্ত টাকা দিলে টিকেট মিলে। তখন আর লম্বা লাইনে অপেক্ষা করতে হয় না।’

চুয়াডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের যাত্রী সোলাইমান হোসেন বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বছরের প্রায় সময়ই সমস্যায় জর্জরিত থাকে। এই নৌরুট দিয়ে ২১ জেলার মানুষ যাতায়াত করে। এখানে একটা স্থায়ী সমাধান করা উচিত।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরির মধ্যে ১৮ টি ফেরি চলাচল করছে। মূলত ছুটির দিন ও বৃষ্টির কারণে ঘাটে চাপ রয়েছে।’

মন্তব্য

Beta version