-->
শিরোনাম

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে দুপুর ১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বাতাস বইতে থাকে। এসময় বৃষ্টিসহ বজ্রপাতও শুরু হয়। ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১টা থেকে নৌ-রুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

বিকাল সাড়ে ৩টা থেকে বাতাস কমে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক হয়। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকায় যাত্রীরা স্পিডবোট এড়িয়ে লঞ্চে পদ্মা পার হচ্ছেন।

পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী রওসাদ বলেন, জরুরি কাজে সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হই। দুপুর ১টার দিকে ঘাটে পৌঁছে দেখি লঞ্চ বন্ধ। তবে কিছুক্ষণ আগে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, আবহাওয়া একটু ভালো বিকাল পৌনে ৪টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। 

 

বৈরী আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

মন্তব্য

Beta version