-->
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

জীবাণুর সংক্রমণেই জেব্রা-বাঘ-সিংহের মৃত্যু: প্রাণিসম্পদমন্ত্রী

সিলেট ব্যুরো
জীবাণুর সংক্রমণেই জেব্রা-বাঘ-সিংহের মৃত্যু: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘অবহেলায় নয়, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণুর সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে। যে সকল বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণুর সংক্রমণও হয়।’

গতকাল শনিবার দুপুরে সিলেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণীদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, অবহেলায় নয়, সংক্রমণে এসব প্রাণী মারা গেছে। জেব্রার মৃত্যু জীবাণু সংক্রমণে হয়েছে। এছাড়া বিড়াল প্রজাাতির প্রাণীও বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে। সকল প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।’

এর আগে মন্ত্রী নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুস্তুম আলী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version