-->

নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না: স্বাস্থ্যের ডিজি

সিলেট ব্যুরো
নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না: স্বাস্থ্যের ডিজি
বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যের ডিজি

করোনা পরিস্থিতিতে দেশে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশীদ আলম।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সার্জারি পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ওমিক্রন বাড়তে শুরু করায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকার ঘোষিত যে ৯-১০টি নির্দেশনা রয়েছে, সেটা ব্যতীত নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।’

খুরশীদ আলম বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালের সেবা ভালো না হলে রোগীরা এখানে আসতো না। বিশেষ করে মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চাপ অনেক বেশি।’

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য

Beta version