-->
শিরোনাম

টিকাকার্ড ছাড়া বের হলেই জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
টিকাকার্ড ছাড়া বের হলেই জরিমানা
প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের টিকাগ্রহণের সনদ ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। আর টিকাগ্রহণের সনদ দেখাতে না পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়াল ওই সভায় জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভার মেয়র এ সভায় সঙ্গে যুক্ত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির পর মৌলভীবাজারে কেউ যদি করোনাভাইরাস প্রতিরোধী টিকাগ্রহণের সনদ ছাড়া বাইরে যায় তাহলে, তাকে জেল-জরিমানার মধ্য দিয়ে যেতে হবে। এ বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোবাইল কোর্টের এ অভিযান ব্যবসায়ী, পথচারী, ক্রেতা-বিক্রেতা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’

মন্তব্য

Beta version