-->
শিরোনাম

সাফারি পার্কে মৃত প্রাণীর নমুনা পরীক্ষা করবে সিআইডি

গাজীপুর প্রতিনিধি
সাফারি পার্কে মৃত প্রাণীর নমুনা পরীক্ষা করবে সিআইডি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটিকে সহায়তা করবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও এ ঘটনায় অভিজ্ঞদের নিয়ে তিন সদস্যের একটি এক্সপার্ট কমিটি গঠন করেছে।

রোববার সন্ধ্যায় সাফারি পার্কের তথ্য ও শিক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে মত বিনিময় সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘দেশে সিআইডির দক্ষ একটি ল্যাব আছে। সেই ল্যাবে মৃত প্রাণীগুলোর নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে তদন্ত কমিটির কাছে জমা দেবে সিআইডি। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিন সদস্যের এক্সপার্ট কমিটি করেছে যারা আমাদের তদন্ত কমিটিকে পরামর্শ দেবে এবং সহায়তা করবে।’

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক একটি সমৃদ্ধ পার্ক। এখানে বাঘ, জেব্রা, হরিণ, গড়িয়ালসহ প্রায় ১৬০০ প্রাণী রয়েছে। পার্কটির আরও উন্নয়নের প্রয়োজন আছে। আমরা এটাকে আরও সৃমদ্ধশালী করবো।’

কর্মকর্তাদের গাফিলতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি যাতে সহজভাবে কাজ করতে পারে সেজন্য ইতোমধ্যে আমরা দায়িত্বরত তিন কর্মকর্তাকে সরিয়ে নিয়েছি। তদন্ত কমিটিকে ১০ দিন সময় দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মন্ত্রণালয় থেকে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহসহ অনেকে।

মন্তব্য

Beta version