-->
শিরোনাম

পিস্তল দেখিয়ে ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
পিস্তল দেখিয়ে ছিনতাই
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পিস্তল দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বিকালে নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন জহিরুল ইসলাম নামের ওই ব্যবসায়ী। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ করেছেন তিনি।

সদর মডেল থানার ওসি শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে গার্মেন্টসের মালামাল ক্রয় করার জন্য দুই লাখ টাকা নিয়ে শীতলক্ষ্যা নদী পার হয়ে শহরে আসেন জহিরুল ইসলাম। এরপর রিকশাযোগে ফতুল্লার ইসদাইর এলাকায় উদ্দেশ্যে রওনা হন। পথে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের  সামনে পৌঁছালে দুই তিনজন তার রিকশার পথরোধ করেন। তাদের মধ্যে একজন রিকশার হুট লাগিয়ে দেয় এবং তার কোমরে থাকা পিস্তল দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়। পরে তারা জহিরুলের সঙ্গে থাকা দুই লাখ টাকা নিয়ে ঘটনা গোপন রাখতে বলে চলে যায়।

মন্তব্য

Beta version