-->
শিরোনাম
ইউপি নির্বাচন

ভোট দিয়ে কাঁদলেন জন্মান্ধ আবু তাহের

কুমিল্লা প্রতিনিধি
ভোট দিয়ে কাঁদলেন জন্মান্ধ আবু তাহের
হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জন্মান্ধ আবু তাহের শাহ

মাঘের সকাল। চারদিকে কুয়াশাচ্ছন্ন। এক কিশোরীকে নিয়ে ভোট কেন্দ্রে এলেন এক অন্ধ ব্যক্তি। কেন্দ্রে আসলে একজন আনসার সদস্য তাকে বুথের সামনে নিয়ে যান। ওই বুথের দায়িত্বে থাকা সহকারি প্রিসাইডিং অফিসার এগিয়ে এলেন। নিয়ে গেলেন বুথে। ওই অন্ধ ব্যক্তির কথামতো সিল মারলেন ব্যালটে। তারপর ভাঁজ করে বাক্সে ফেললেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এভাবেই ভোট দেন জন্মান্ধ আবু তাহের শাহ (৯০)। সপ্তম ধাপের ইউপি নির্বাচনে বুড়চিং সদর ইউনয়িনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

আবু তাহেরকে ভোট দিতে নিয়ে আসেন তার নাতনী সাবিকুন নাহার। তিনি বলেন, ‘আমার নানা জন্মান্ধ। আমি নানাকে কেন্দ্রে নিয়ে আসি। ভোট দেয়ার পর আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি। ভোট দেয়ার পর কেঁদে ফেলেন তিনি।’

উচ্ছাস প্রকাশ করে আবু তাহের বলেন, ‘চোখে দেখি না। তারপরেও ভোট দিতাম পারছি। আমার মনে সুখ লাগছে।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খোরশেদ আলম বলেন, ‘আবু তাহের চোখে দেখে না। আমাকে বললো সিল মেরে দিতে। তার কথা মতো আমি তিনটি প্রতীকে সিল মেরেছি। পরে আমি ব্যালট ভাঁজ করে বাক্সে ফেলে দেই।’

মন্তব্য

Beta version