-->
শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে: খাদ্যমন্ত্রী

রাজশাহী ব্যুরো
বাংলাদেশ-ভারত সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে: খাদ্যমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ভাষা আন্দোলনের মাসে বাংলাদেশ-ভারত কালচারাল মিট একটি যুগপোযোগী পদক্ষেপ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, ‘এই কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে।’

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ রাজশাহী-২০২২ প্রস্তুতি কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি প্রতিবেশীদের সাথে সামাজিক সম্পর্ক রাখতে না পারি তাহলে কোনোদিনই উন্নতি করতে পারবো না। বাড়ির পাশের লোকের সাথে সমাজ ব্যবস্থা ও সামাজিক মনোভাব গড়ে তুলতে না পারলে সংসার বা এলাকাতে সুখ আসবে না।’

তিনি আরো বলেন, ‘ঠিক তেমনি মহান মুক্তিযুদ্ধে এক কোটি মানুষকে খাইয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত, যা ভোলার না।’

উভয়দেশের ব্যবসা, কৃষিসহ আরো যেসব বিষয় আছে সেগুলো সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুরাহা করা যাবে বলে বিশ্বাস করেন মন্ত্রী।

কমিটির আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মৈত্রী আরো চিরঞ্জীব করে রাখতে আমাদের এই আয়োজন। এই আয়োজন উভয় দেশের মধ্যে বেশ কয়েকবার হয়েছে। এবার সৌভাগ্যবশত রাজশাহীতে হতে যাচ্ছে।’

সভামঞ্চে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদারসহ অনেকে।

মন্তব্য

Beta version