-->
শিরোনাম
ইউপি নির্বাচন

১১ বছর পর ভোট, জিতল নৌকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ বছর পর ভোট, জিতল নৌকা
তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শুকুর আলী

সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে এক হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শুকুর আলী।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৩৭৯ ভোট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার জন চেয়ারম্যান প্রার্থী, ৪১ জন মেম্বার ও ১০ জন সংরক্ষিত মহিলা সব মিলিয়ে মোট ৫৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নেন।

এ ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার আট হাজার ১৬০ জন। মহিলা ভোটার সাত হাজার ৯১৪ জন।

সীমানা নির্ধারনী মামলায় আইনি জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর তিতুদহ ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচন হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান ভোরের আকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য

Beta version