-->
শিরোনাম

সিরিজ বোমা হামলা: এক আসামির যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সিরিজ বোমা হামলা: এক আসামির যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন।

রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাকে কারাগারে নেওয়া হয়। শায়খুল ইসলাম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সে সিরিজ বোমা হামলায় অংশ নেয় শায়খুল ইসলাম। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার অন্যতম শায়খুল ইসলামকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান।

২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি শায়খুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।

মন্তব্য

Beta version