-->
শিরোনাম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বাড়ছে

বরিশাল ব্যুরো
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বাড়ছে

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি কমছে সুস্থতার সংখ্যাও। গেল ডিসেম্বর মাসে মাত্র ২২ জন আক্রান্ত হলেও জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন। আর সব রেকর্ড ছাড়িয়ে চলতি ফেব্রুয়ারি মাসের মাত্র আট দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩ জনে; যা জানুয়ারির পুরো মাসের আক্রান্তের হারের অর্ধেকের বেশি। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে আক্রান্ত হয়েছেন মাত্র ২২ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪৬৬ জন। আর এ মাসে একজনেরও মৃত্যু হয়নি। ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে আক্রান্তের হার বেড়েছে ১৫০ শতাংশ। সুস্থ হয়েছেন আক্রান্তের তুলনায় মাত্র ৫ শতাংশ। এ সময়ে মারা গেছেন তিন করোনা আক্রান্ত রোগী। এ মাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৬৪৮ জন।

কিন্তু চলতি ফেব্রুয়ারি মাসের গত আট দিনে আক্রান্তের হার জানুয়ারি মাসের তুলনায় ৫০ শতাংশের বেশি। সুস্থতার হার নেমেছে অর্ধেকে। মাত্র আট দিনে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩ জন। সুস্থ হয়েছেন ৮৯২ জন, আর মারা গেছেন দুই জন।

আরো জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫০ জন, সুস্থ ৪৬ হাজার ৮৮ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৪ জন। এর মধ্যে সবচেয়ে আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর হার বেশি বরিশাল জেলায়। আক্রান্তের হার কম বরগুনা এবং মৃত্যুর হার কম ঝালকাঠি জেলায়।

গতকাল মঙ্গলবার দুপুরে দৈনিক ভোরের আকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান।

এ সময় তিনি বলেন, বরিশাল বিভাগে ডিসেম্বর-জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের ছয় দিনে আক্রান্ত হার ৫০ শতাংশের বেশি। এমন হারে বাড়তে থাকলে বাকি দিনগুলোয় পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

মন্তব্য

Beta version