রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধের এ কর্মসূচি তারা পালন করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) তারা সেখানেই অবস্থান করছেন। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে’, ‘দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে’, ‘সিলেকশন পদ্ধতি বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই’- স্লোগান দিতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসূচিতে ভর্তিচ্ছু একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে সিট চাইনি। এই সিলেকশন পদ্ধতি বাতিল করে আমাদের দ্বিতীয়বার ভর্তিও সুযোগ দেয়া হোক। আমাদের ন্যায্য অধিকার থেকে আমোদের যেন বঞ্চিত করা না হয়।’
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মন্তব্য