-->
শিরোনাম

মৌমাছির সাথে এ কেমন নিষ্ঠুরতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মৌমাছির সাথে এ কেমন নিষ্ঠুরতা

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটের তিনতলা ভবনের দ্বিতীয় তলার কার্নিশে মৌমাছির চাক বসেছে। কিছুদিন পরপরই রাতের আধারে মৌচাক ভেঙে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এবার মৌচাকে বিষ মেরে চুরি করা হয়েছে মধু। দুর্বৃত্তদের এমন নিষ্ঠুরতায় ধুঁকে ধুঁকে মরছে মৌমাছিরা।

মৌমাছির মতো প্রাণীর সাথে এমন নিষ্ঠুর আরচণের জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভবনটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গ্রাম্য চিকিৎসক তোহরুল ইসলামের ফার্মেসি রয়েছে মৌচাকটির নিচেই। তিনি বলেন, কে বা কারা ভেঙেছে জানি না। কিন্তু মৌচাক ভেঙে দেওয়ার পর থেকে প্রতিদিন মৌমাছিগুলো মরে নিচে পড়ছে।

কলেজছাত্র নাসির আহমেদ জানান, দু-এক মিনিট পর পর মৌচাক থেকে মৌমাছি ঝড়ে পড়ছে। নিচে পড়ার কিছুক্ষণ পর মারা যাচ্ছে। মধু সংগ্রহ শেষ হলে ফের মৌমাছিরা এসে মৌচাক গঠন করে। তাই বিষ স্প্রে করে মেরে ফেলার কোনো প্রয়োজনই নেয়। এ কাজটা করা ঠিক হয়নি।

পলশা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হযরত আস্তারুল বিন আব্দুস সামাদ বলেন, এভাবে বিষ দিয়ে মৌমাছি মেরে মধু সংগ্রহ ইসলামের দৃষ্টিতে বড় ধরনের অপরাধ।

মন্তব্য

Beta version