-->
শিরোনাম

চোরকে জুতার মালা পরিয়ে বাজার ঘোরাল দোকানদাররা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
চোরকে জুতার মালা পরিয়ে বাজার ঘোরাল দোকানদাররা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির দায়ে অভিযুক্ত শহিদুল হোসেন (৪০) নামের এক চোরকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে বাজার ঘুরিয়েছে বিক্ষুব্ধ দোকানদাররা। পরে ওই চোরকে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাটগাতী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চোর শহিদুল চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

পাটগাতি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু জানান, গত ১৪ জানুয়ারি পাটগাতি বাজারের মনি ইলেকট্রনিক্স থেকে দুটি এলইডি টিভি, একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও শিমলা সুইটস থেকে একটি মোবাইল চুরি করে এই চোর। পরে দোকানদাররা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। কিন্তু সে কারো পরিচিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি বিভিন্ন দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় তাকে দোকানদাররা আটক করে। তখন পূর্বের ধারণকৃত ভিডিওর সঙ্গে তার চেহারা মিল পাওয়া যায়। তখন বিক্ষুব্ধ দোকানদাররা চোরকে মারধর করে জুতার মালা পরিয়ে সারা বাজার ঘুরায়। পরে মানবিক কারণে ওই চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।’

মন্তব্য

Beta version