ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

কুড়িগ্রাম প্রতিনিধি
ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ডা.মুরাদ হাসান। ফাইল ছবি

জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মিজানুর রহমান আবেদনটি খারিজ করে দেন। ওই রাতে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বাদী হয়ে ডা. মুরাদ হাসান এবং মহির উদ্দিন হেলাল নামে আরো একজনকে আসামি করে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরবর্তীতে আদেশের জন্য আবেদনটি গ্রহণ করেন। পরে বৃহস্পতিবার বিকালে মামলার আবেদনটি খারিজ করেন আদালত।

বেঞ্চ সহকারী আশরাফুল আলম বলেন, বাদীর আবেদন ও জবানবন্দি পর্যালোচনার পর আদালত বৃহস্পতিবার বিকালে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন।

মন্তব্য