-->

বিদেশে পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
বিদেশে পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারে চাকরি ও বিয়েসহ বিভিন্ন কথা বলে বিদেশে পাচারের সময় ছয় রোহিঙ্গা তরুণীসহ সাতজনকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়। ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. খায়রুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পাচারকারীরা চাকরি দেয়ার কথা বলে রোহিঙ্গাদের ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করে এবং তার সাথে থাকা সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজন পাচারকারীর নাম জানিয়েছে ইদ্রিস। যারা এই মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য

Beta version