শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দির আত্মহত্যা

যশোর ব্যুরো
শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দির আত্মহত্যা
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে হত্যা মামলার আসামি ছিল। এ মামলায় জামিন না হওয়ায় জহুরুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় গামছা দিয়ে ফাঁস দেয় সে।

নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জালাল মন্ডলের ছেলে। হত্যা মামলায় জহুরুলকে ২০২১ সালের ৩০ নভেম্বর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। তার হত্যা মামলাটি বিচারাধীন।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, ‘ আজ সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্যরা জহুরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় অন্য বন্দিরা তাকে নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। পরে জহুরুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানার ওসি তাইজুল ইসলাম।

মন্তব্য