নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশ থেকে আট হাতবোমা উদ্ধার করা হয়েছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। সকালে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত স্থানে আটটি হাতবোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
বিকেলের দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় বোমাগুলো এই এলাকায় এনেছিল দুষ্কৃতিকারীরা। আমাদের তৎপরতার কারণে তারা এগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেনি। তাই হয়তো এখানে ফেলে গেছে।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, যারা এই এলাকায় বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।
মন্তব্য