-->
শিরোনাম

‘মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না’

মাদারীপুর প্রতিনিধি
‘মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না’

মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)। তিনি বলেন, ‘কেউ তদবির করলেও মাদকের আসামিকে ছাড় দেওয়া হবে না। কারো তদবিরে পুলিশ যদি কোনো মাদকের আসামিকে ছেড়ে দেয় তাহলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ কম্পলেক্সে শিবচর থানা আয়োজিত বিট পুলিশিং সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, ‘জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। মাদকসহ কোনো আসামি গ্রেপ্তার হলে রাজনৈতিক নেতাসহ কেউ কোনো তদবির করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাত সাড়ে ৯টার পরে স্কুল কলেজ পড়ুয়া কাউকে মোটরসাইকেলসহ রাস্তায় পেলে আটক করে থানায় নেওয়া হবে। অভিভাবকের মুচলেকা রেখে তাদেরকে ছাড়া হবে।’

গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। অল্প সংখ্যক পুলিশ সদস্যদের পক্ষে সব এলাকার অপরাধ দমন কষ্টকর। তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন বিট পুলিশিং সভায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতসহ অনেকে।

মন্তব্য

Beta version