-->
শিরোনাম

১০ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজা ঘোষণার পর ১০ বছর বিভিন্ন জায়গায় পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন কামাল।

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) রিজওয়ান সাঈদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, ২০০৫ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে (২৪) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শফিকুলের বাবা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে কামাল ওরফে মো. কামাল হোসেনসহ (৪৬) অন্য আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় আদালত আসামি কামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও সহযোগীদের দোষী সাব্যস্ত করে আদালত বিভিন্ন মেয়াদের সাজা দেন।

সাজা ঘোষণার পর আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশলে প্রায় ১০ বছর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন কামাল। তাকে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি দল সোমবার রাতে গ্রেপ্তার করে।

কামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

মন্তব্য

Beta version