-->

বিএনপি নির্বাচনে অংশ নেবে, আশা কৃষিমন্ত্রীর

সিলেট ব্যুরো
বিএনপি নির্বাচনে অংশ নেবে, আশা কৃষিমন্ত্রীর
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক

সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছেন। এসব নাম যাচাই-বাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে।’

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি এর আগেও অনেক ভুল করেছে। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তারা জাতির অনেক ক্ষতি করেছে। তারা রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। এসব করে তাদের কোনো লাভ হয়নি, অনেক ক্ষতি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০১৫ সালে একই পন্থায় তারা সরকারের পতন চেয়েছিল। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তাদের দেওয়া আগুনে পুড়ে অনেকেই মারা গেছেন।’

কৃষি বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের কৃষি জমি ক্রমশ কমছে। সমতল বা অনুকূল পরিবেশের জমির সম্ভাবনাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করছি। এ অবস্থায় চালের উৎপাদন বাড়াতে আমরা পাহাড়, হাওর, উপকূলসহ প্রতিকূল এলাকায় ধানের চাষ সম্প্রসারণ করতে ও পতিত জমি কাজে লাগাতে কাজ করছি। এসব এলাকা ব্যবহার করে আমরা ভবিষ্যতে খাদ্য ঘাটতি মোকাবিলা করে খাদ্যে উদ্বৃত্ত থাকতে চাই।’

এ সময় সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট অঞ্চলের ডিএইর অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version