দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিরাজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পৌর এডওয়ার্ড পার্কে এই ঘটনা ঘটে। মিরাজ বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার বাসিন্দা।

জানা গেছে, শহরের পৌর এডওয়ার্ড পার্কে সন্ধ্যায় মিরাজ বেড়াতে আসেন। তার কিছুক্ষণ পরে কয়েকজন যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বগুড়ার মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসাইন বলেন, ‘শহরের পৌর পার্কে মিরাজকে একদল যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একাধিকবার ছুরি চালিয়ে দুর্বৃত্তরা তাকে খুন করেছে।’

মন্তব্য