-->
শিরোনাম

দেশে বসেই ৭০০ মিলিয়ন ডলার আয় করছে তরুণ ফ্রিল্যান্সাররা: পলক

মানিকগঞ্জ প্রতিনিধি
দেশে বসেই ৭০০ মিলিয়ন ডলার আয় করছে তরুণ ফ্রিল্যান্সাররা: পলক
সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

দেশে প্রায় সাড়ে ছয় লাখ যুবক ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণরা বাৎসরিক ৭০০ মিলিয়ন ডলার আয় করছে। আর এজন্য তাদের দেশের বাইরে যেতে হচ্ছে না। ঘরে বসেই তারা এই আয় করছে।’

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা যেন ফ্রিল্যান্সারদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি তার জন্য সারাদেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হচ্ছে। এই সেন্টার থেকে প্রতি বছর এক হাজার ছেলে-মেয়েরা প্রশিক্ষণ পাবে। আমরা চাই আমাদের দেশকে প্রযুক্তিনির্ভর করতে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। প্রতি বছর ২০ লক্ষাধিক যুবক শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে। এত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের পক্ষে একা সম্ভব নয়। তাই শিক্ষিত তরুণদের শুধু ঢাকামুখী না হয়ে প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তারা যেন ইউরোপ আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করতে পারে এ জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, ঘিওর উপজেলার চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন।

মন্তব্য

Beta version