-->
শিরোনাম

নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ: শিক্ষামন্ত্রী
বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি যদি সত্যিই রাজনৈতিক দল হতো তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত। তাদের একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। তবে নির্বাচন প্রক্রিয়াকে সক্রিয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য যতগুলো প্রদক্ষেপ গ্রহণ করা দরকার তার প্রত্যেকটি প্রদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চমতলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যা কিছু হচ্ছে সারা জাতির সামনে হচ্ছে। একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকল রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে তাদের উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করা। আবার তারা বলছেন, তারা কোনো নাম দিচ্ছেন না, কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় এমন মানুষও আছে, যারা দলটির উপদেষ্টা কিংবা নানাভাবে জড়িত। তাহলে তারা যে নামগুলো দিচ্ছেন সেগুলো কি বিএনপির নাম নয়! বিএনপি সব সময় একটি লুকোচুরি, ধোঁয়াশা তৈরি করে। ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালায়। এটি জাতি এখন বুঝে এবং জানে।’

তিনি বলেন, ‘জাতি এখন আর অপরাজনীতি চায় না। দেশ এগিয়ে যাচ্ছে তাতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, দেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ চায় তা অব্যাহত থাকুক। আর এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।’

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version