-->
শিরোনাম

সাতক্ষীরায় একের পর এক মসজিদে চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় একের পর এক মসজিদে চুরি
একের পর এক মসজিদে চুরি হওয়ায় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি- ভোরের আকাশ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে আবারো একটি মসজিদে চুরি হয়েছে।

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ফজরের আজানের আগে দক্ষিণ শাহাজাতপুর জামে মসজিদ থেকে ১২টি ফ্যান, একটি মোটর ও দুটি সোলারের ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। একটি চক্র টার্গেট করে একের পর এক মসজিদ থেকে চুরি করছে। এতে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান জানান, মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে দেখতে পান মাইকের ব্যাটারি নেই, ভেতরে সব এলেমেলো। এরপর লাইট জ্বালাতে গেলে না জ্বললে বুঝতে পারেন, মসজিদে আবারো চুরি হয়েছে। এরপর তিনি সবাইকে ডাকেন।

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, ‘পুলিশ মসজিদ পরিদর্শন করেছে। চোরদের ধরার চেষ্টা অব্যাহত আছে।’

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর খেশরা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের পাঁচটি মসজিদে একযোগে চুরি হয়।

মন্তব্য

Beta version