-->
শিরোনাম

ঝালকাঠিতে কম উপস্থিতিতে ক্লাস

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কম উপস্থিতিতে ক্লাস
শ্রেণিকক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে ঝালকাঠির ৯৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নানা আয়োজনে বরণ করে নেয় শিক্ষার্থীদের। সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। এখন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় যেন প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

তবে কয়েকটি প্রতিষ্ঠানে উপস্থিতি স্বাভাবিক থাকলেও বেশিরভাগ স্কুল কলেজেই শিক্ষার্থীদের সংখ্যা কম দেখা গেছে।

শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশকালে জীবাণুনাশক স্প্রে করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরাও মাস্ক পরে বসেছে।

ঝালকাঠি জেলায় কলেজ রয়েছে ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩টি, নিম্ন মাধ্যমিক ২৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৮৫টি ও মাদরাসা রয়েছে ১২৩টি।

মন্তব্য

Beta version