কাভার্ডভ্যান চাপায় দুই শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কাভার্ডভ্যান চাপায় দুই শিশু নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন দুইজন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মোটরসাইকেলে করে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল।

পথে লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইরছা রানী বর্ধণ (৭) মারা যায়। পরে স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বৃস্টিকে ( ৫) মৃত ঘোষণা করেন।

আহত সুমন ও তার বাবা কার্তিকে আশংকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য