-->
শিরোনাম

মাটি তুলতে গিয়ে মিলল কঙ্কাল

নেত্রকোনা প্রতিনিধি
মাটি তুলতে গিয়ে মিলল কঙ্কাল
উদ্ধারকৃত কঙ্কাল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার সংলগ্ন সুতি নদী থেকে স্থানীয় এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে মাটি তুলতে গেলে বেরিয়ে এসেছে মানুষের কঙ্কাল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নদী থেকে মাটি তোলার সময় অন্তত ১০-১২ ফুট গভীর থেকে এসব কঙ্কাল বেরিয়ে আসে। সংবাদ পেয়ে রাতেই কেন্দুয়া থানা পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের ওসি কাজী শাহ নেওয়াজের সঙ্গে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘কঙ্কালগুলো স্বাধীনতা সংগ্রামের সময়কার হয়ে থাকতে পারে’, প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছেন ওসি কাজী শাহ নেওয়াজ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে এক ব্যক্তি সুতি নদী থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি তুলে নদীর পাড়ে থাকা তার নিজস্ব জায়গা ভরাট করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ ওই ব্যক্তি মাটির ১০-১২ ফুট নিচ থেকে মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে কঙ্কালগুলো উদ্ধার করেন।

মন্তব্য

Beta version