-->
শিরোনাম

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গোপালগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিব মিয়া (ইমন) (২২),  পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলান (২৪) এবং তুর্য মোহন্ত (২৬)। 

এদের পাঁচজনের বাড়ি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এবং একজনের বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে  তারা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেছে, রাকিবের নেতৃত্বে স্থানীয় একটি অপরাধ চক্রের সদস্য তারা। তারা সবাই গোপালগঞ্জ ও আশপাশের এলাকার স্থায়ী বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের মধ্যে তুর্য মোহন্ত ছাড়া তারা প্রায়

৮/১০ বছর ধরে নবীনবাগ এলাকায় বিভিন্ন স্থানে মাদকসেবন, আড্ডা, জুয়াসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল। এ ছাড়াও তারা চুরি  ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।  তারা বিভিন্ন সময়ে রাস্তাঘাটে স্কুল/কলেজের

ছাত্রীদের উত্ত্যক্ত করতো। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারকৃতরা ইজিবাইক দিয়ে নবীনবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যাওয়ার পথে ভূক্তভোগীকে তার বন্ধুসহ যেতে দেখে। তারা ইজিবাইক থামিয়ে তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসা করে এবং

বিভিন্ন ধরণের অশালীন মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে তাদের সঙ্গে ভিকটিম এবং তার বন্ধুর বাকবিতণ্ডা হয়। আসামিরা তাদেরকে জোরপূর্বক ঘটনাস্থলের পাশে ঢালু জায়গায় নিয়ে যেতে চাইলে ভূক্তভোগীর বন্ধু বাধা দেয়।

গ্রেপ্তারকৃতরা তাকে মারধর করে এবং ভিকটিমকে স্থানীয় একটি ভবনে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

মন্তব্য

Beta version