নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে যাত্রীবাহী অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আপানিয়া এলাকার ইন্টার ম্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাইমুড়ীর অটোরিকশা চালক পারভেজ (৩৫), সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের কেশারপাড় গ্রামের মামুনুর রহমান (৪০), যশোরের জসিম (৪০) ও অজ্ঞাত এক ব্যক্তি (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনাইমুড়ী থেকে বেগমগঞ্জের চৌমুহনীর উদ্দেশ্যে চারজন যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি সিএনজিচালিত অটোরিকশা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি আপানিয়া এলাকার ইন্টারম্যাক্স গার্মেন্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য