-->
শিরোনাম

প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ

রাজশাহী ব্যুরো
প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ
দলীয় প্রভাব দেখিয়ে বাড়ি দখল 

রাজশাহী নগরীতে দলীয় প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ ওঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। সম্প্রতি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় কোহিনুর স্টুডিও’র পিছনে জামাইকে তুলে দিয়ে বাড়িটি দখল করে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম কাটু। এ নিয়ে বাড়ির মালিক সুরাফ খান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি সুরাহার জন্য পুলিশ দুই পক্ষকে একাধিকবার থানায় ডাকলেও নজরুল ইসলাম কাটু ও তার জামাই ওয়াহিদ উপস্থিত হয়নি। আমরা প্রাথমিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ওসি আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাড়িটির মালিক সুরাফ খান। তার কাগজপত্র রয়েছে। কিন্তু নজরুল ইসলাম কাটু বা তার জামাই মো. ওয়াহিদের কোনো কাগজপত্র নেই। তারা জোর করেই বাড়িটি দখল করে রেখেছে। ’

নজরুল ইসলাম কাটু নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি ভাঙড়ি ব্যবসায়ী। চোরাই মালামাল কেনা বেচার অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ২০০১ সালে একটি মামলায় তার সাজা হয়েছিল বলে নিশ্চিত করেছেন বোলালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, বসতবাড়ি না থাকায় মানবিক কারণে নিজের বাড়িতে ফুপু পুতলি বেগমকে থাকতে দেন সুরাফ খান। গত বছর ফুপু মারা যান। এরপর ফুপাতো ভাই নজরুল ইসলাম কাটু তার জামাই ওয়াহিদকে ওই বাড়িতে তুলে দিয়ে দখল করে নেয়।

এরপর গত ১ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে তারা বাড়িতে ওয়াসার পানির লাইন লাগানোসহ সংস্কারের কাজ শুরু করলে বাধা দেয়া হয়। এ সময় তারা সুরাফ খানকে অকথ্য ভাষায় গালাগালি করে ও ভয়ভীতি দেখায়। এছাড়াও ওই বাড়ির পাশে সুরাফ খানের লিজ নেয়া রেলওয়ের জমি জোরপূর্বক দখল করে আটটি টিনের ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে নজরুল ইসলাম কাটু।

এবিষয়ে ভুক্তভোগী সুরাফ খান বলেন, ‘ফুপুর নিজের বসতবাড়ি ছিল না। ছেলেদের বাড়িতেও ফুপু জায়গা পায়নি। এ অবস্থায় মানবিক কারণে ফুপুকে আমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রায় ১৪/১৫ বছর ফুপু আমার বাড়িতে থেকেছেন। তার দেখা শোনাও আমি করেছি। কিন্তু ফুপু মারা যাওয়ার পর ফুপুর এক ছেলে তার জামাইকে দিয়ে বাড়িতে তুলে দিয়ে দখল করে।’

এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নজরুল ইসলাম কাটু বলেন, ‘বহু বছর ধরে ওই জায়গাটি আমাদের ভোগ দখলে রয়েছে। তবে কাগজপত্র করা হয়নি। কাগজ করার চেষ্টা চলছে। ’

সুরাফ খানকে গালাগালি ও ভয়ভীতি দেখানোর বিষয়টিও অস্বীকার করেন তিনি।

মন্তব্য

Beta version