-->
শিরোনাম

ভেঙে গেল সিলেট জেলা-মহানগর জাপার কমিটি

সিলেট ব্যুরো
ভেঙে গেল সিলেট জেলা-মহানগর জাপার কমিটি
ছবি প্রতীকী

অবশেষে সাংগঠনিক ব্যর্থতার দায়ে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।

আরো পড়ুন: দ্বন্দ্বে স্তিমিত জাতীয় পার্টি

তিনি জানান, এই দুই ইউনিটে সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছিল। তাই প্রেসিডিয়াম কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত দলের চেয়ারম্যান সিলেটে সফর করে নতুন কমিটি ঘোষণা করবেন।

সিলেট জেলা কমিটির সদস্য সচিব উসমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দৈনিক ভোরের আকাশে ‘দ্বন্দ্বে স্তিমিত জাতীয় পার্টি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে সিলেট জাতীয় পার্টির কঠিন সংকটের চিত্র উঠে আসে। মূলত জেলায় দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতাসহ জাতীয় কিংবা স্থানীয় বিষয়ে কর্মসূচি পালন না করা, সমর্থন না থাকা ও নেতৃত্ব কেন্দ্রিক জটিলতা রয়েছে। জেলা কমিটির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলীর মধ্যে মতানৈক্য ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে দলটি দুই গ্রুপে বিভক্ত হয়েছে।

মন্তব্য

Beta version