-->
শিরোনাম
বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ

বিচার দাবিতে শিক্ষার্থীদের আলো হাতে মৌন মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

বিচার দাবিতে শিক্ষার্থীদের আলো হাতে মৌন মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের সঙ্গে জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

লাগাতার আন্দোলনের ৬ষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।

তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিকেলে প্রতিবাদী কনসার্ট ও সন্ধ্যায় আলো হাতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয় জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

মন্তব্য

Beta version