-->
শিরোনাম

বহুতল ভবন থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বহুতল ভবন থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি বহুতল ভবন থেকে মা ও মেয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ডালপট্টি এলাকার ওই ভবনের ছয়তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে রিতু চক্রবর্তী (২২)। রুমার স্বামী স্থানীয় ডাল ব্যবসায়ী।আটকরা হলেন- স্থানীয় মো. জুবায়ের। আরেকজন নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আটক জুবায়ের বেলা আড়াইটার দিকে নিহতদের বাসার দরজায় নক করেন। এ সময় রুমা চক্রবর্তী দরজা খোলামাত্র জুবায়ের তার পুরো শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একইভাবে কক্ষে থাকা রিতুকেও ছুরিকাঘাত করে খুন করেন জুবায়ের।

ওসি আরো জানান, রক্তাক্ত ছুরি নিয়ে এক নারীকে নামতে দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভবনের প্রধান দরজা বন্ধ করে দেন। পরে তাদের আটক করে পুলিশে দেন তারা।

ওসি বলেন, নিহতদের শরীরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

Beta version