বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২ মার্চ) বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া সড়কে বিক্ষোভ সমাবেশে এ কথা জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। একজন ছাত্রলীগ নেতার ব্যাংকে দুই হাজার কোটি টাকা পাওয়া যায়। পৃথিবীর বড় বড় ব্যাংক, এমনকি সুইস ব্যাংক বাংলাদেশের টাকায় ভরে গেছে। বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘১০ টাকা কেজি দরে চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। কিন্তু আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সীমাহীন কষ্টে দিন পার করছে সাধারণ মানুষ। আর ঘরে ঘরে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে খালেদা জিয়াকে মুক্ত এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকির, নাসির উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
মন্তব্য