রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অলিভিয়া সৈকতে আটকে পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। এই জাহাজে আটকা পড়েছেন সাতক্ষীরার ছেলে মুনসুরুল আমীন খাঁন (৩৬)। এতে করে চরম অনিশ্চয়তা আর উদ্বেগে দিন পার করছেন মুনসুরুল আমীনের পরিবারের সদস্যরা।
মুনসুরুল আমীনসহ অন্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে সরকারি উদ্যোগ কামনা করেছে পরিবারটি।
মুনসুরুল আমীন খাঁন বাংলার সমৃদ্ধি জাহাজটিতে চিফ অফিসার (ক্যাপ্টেন) হিসেবে কর্মরত রয়েছেন এবং সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার সেলিম খাঁনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছর আগে জাহাজের চিফ অফিসার (ক্যাপ্টেন) পদে চাকরিতে যোগদান করেন মুনসুরুল আমীন খাঁন। সর্বশেষ তিন মাস আগে বাড়িতে এসেছিলেন তিনি। নিজ এলাকায় গিনি নামে পরিচিত ছিলেন মুনসুরুল। মুনসুরুল আমীনের তিন ছেলে। ফাহিমি ও ফারহান (১০) যমজ ভাই। ছোট ছেলে ফারদিনের বয়স তিন বছর। যমজ দুই ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (৪ মার্চ) ক্যাপ্টেন মনসুরুল আমীন খানের বাবা সেলিম খাঁন বলেন, ‘বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছে গিনি। সে জানিয়েছে ভালো আছে। সন্ধ্যার দিকে ইউক্রেনের ওয়ালভিয়া বন্দরে তাদেরকে নামানো হয়েছে। এখন সেখানেই রয়েছে। বাড়ির সকলেই গিনির জন্য চিন্তিত। ওর মা, স্ত্রী কান্নাকাটি করছে। আমরা পরিবারের সদস্যরা তার ফিরে আসার অপেক্ষায় রয়েছি।’
মুনসুরুল আমীনের স্ত্রী আশকুরা সুলতানা তার স্বামীর বরাত দিয়ে জানান, বুধবার রাতে কৃষ্ণসাগরের অলিভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় বাংলার সমৃদ্ধি জাহাজে একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মারা যায়। জাহাজের ডেক বিধ্বস্ত হয়ে যায়। এখন রাডার কাজ করছে না। জ্বালানি সংকটেও পড়েছে জাহাজটি। তবে খাদ্যের সংকট এখনো হয়নি বলে মোবাইলে জানিয়েছেন মুনসুরুল আমীন।
স্ত্রীর কাছে মোবাইলে মুনসুরুল আমীন আরো জানান, থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার মৃত্যু সহকর্মীদের কষ্ট দিচ্ছে। বর্তমানে তার মরদেহ জাহাজেই রয়েছে। পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই কোনো রকমে চলছে। পরবর্তীতে আবারও হামলা হবে কিনা এই নিয়ে নাবিকরা আতঙ্কে আছে। বর্তমানে জীবিত ২৮ জনকে নিরাপদ আশ্রয়ের জন্য ইউক্রেনের একটি বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে স্বামীসহ ওই জাহাজটিতে আটকে পড়া সকল বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আশকুরা সুলতানা।
মন্তব্য