-->
শিরোনাম

আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৪০

পটুয়াখালী প্রতিনিধি
আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৪০

পটুয়াখালীর দুমকিতে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও পুলিশসহ দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দুপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে ঢুকে আসবাবপত্র চেয়ার- টেবিল ভাঙচুর করে। দুপক্ষের সহিংসতায় পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা-সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ-বিএনপি পরষ্পরকে দায়ী করেছে।

আহত বিএনপি নেতা মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাঙচুর করে। এতে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দুপক্ষে মধ্যে সহিংসতা হয়েছে।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য

Beta version