-->
শিরোনাম

মেম্বারের বাড়ির ছাদে গাজা চাষ!

কুমিল্লা প্রতিনিধি
মেম্বারের বাড়ির ছাদে গাজা চাষ!

কুমিল্লার মুরাদনগরে এক সংরক্ষিত ইউপি সদস্যের (মেম্বার) বাড়ির ছাদ থেকে ১০টি গাজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই মেম্বারের ছেলে মোহাম্মদ মাসুদকে (৪৪) আটক করেছে। উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রাম থেকে গাজাগাছ উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। সোমবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মেম্বার মনিকা বেগমের বাড়ির ছাদে মাদক চাষ হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০টি গাজাগাছ ও মেম্বারের ছেলেকে আটক করা হয়।

মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ‘নিজ বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ মাসুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।’

মন্তব্য

Beta version