-->
শিরোনাম
মানি লন্ডারিং মামলা

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ছোটভাই বাবর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের 
ছোটভাই বাবর গ্রেপ্তার
খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ছবি: সংগৃহীত

বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সোমবার (৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবর মামলার প্রধান আসামি। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, ‘গোপন সংবাদে কাফরুল থানার সহযোগিতায় বাবরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বাবরকে ধরতে এর আগেও পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।’

পুলিশ কর্মকর্তা জামাল পাশা জানান, এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

Beta version