-->
শিরোনাম

মহাসড়কে কাজের গতি বাড়াবে ‘প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস’

কুমিল্লা প্রতিনিধি
মহাসড়কে কাজের গতি বাড়াবে ‘প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস’

“প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস” বাস্তবায়নের মাধ্যমে সড়ক-মহাসড়কে কাজের গতি ও মান নিয়মিত তদারকি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট) নীলিমা আখতার। তিনি বলেন, ‘কোন কাজ কতটুকু হলো, কতটুকু কাজ বাকি, কাজ করতে কি কি ধরনের প্রতিবন্ধকতরা - সবগুলো বিষয় জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ইনোভেশন টিম-১ এর উদ্ভাবনী উদ্যোগ “প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস” বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৮ মার্চ) কুমিল্লা সড়ক জোনের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নীলিমা আখতার বলেন, ‘কাজের অগ্রগতিকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে। এগুলো করা হয়েছে জেলাভিত্তিক। জেলায় কোনো প্রকল্পের কাজ ৪০ শতাংশের নিচে অগ্রগতি হলে তাকে রেড জোন নির্দেশ করবে অ্যাপ। ৪০ শতাংশের বেশি হলুদ ও ৬০ শতাংশের বেশি সবুজ জোন।’

তিনি আরো বলেন, ‘কাজ অগ্রসর হতে থাকলে রেড জোন হলুদ থেকে সবুজে উন্নীত হবে। এভাবে তদারকির মাধ্যমে কাজ করতে কী কী অসুবিধা তা যেমন চিহ্নিত করা যাবে, সেসঙ্গে সবার মধ্যে কাজ শেষ করার তাড়নাও সৃষ্টি হবে। নিশ্চিত হবে জবাবদিহিতা।’

কর্মশালায় উপস্থিত ছিলেন-সড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আনিসুর রহমান, উপসচিব মো. আবু নাছের, সিনিয়র সিস্টেম এনালিস্ট শ্যামল রায়, সিনিয়র সহকারী সচিব মো. মাখজানুল ইসলাম তৌহিদসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া কর্মশালায় কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাদঁপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকেšশলীরা অংশ নেন।

মন্তব্য

Beta version